McDonald's

বন্ধ সব দোকান, বড় ছাঁটাইয়ের শঙ্কা ম্যাকডোনাল্ডে

আন্তর্জাতিক

আমেরিকায় সব দোকান বন্ধ রাখছে 'ম্যাকডোনান্ড'। এই  বহুজাতিক ফাস্ট ফুড চেইন কর্মীদের ই~মেল পাঠিয়েছে। ব্যাপক হারে ছাঁটাইয়ের প্রস্তুতি বলে মনে করছেন কর্মীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানাচ্ছে যে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। চলতি সপ্তাহং দপ্তরে সব মিটিং বাতিল করা হয়েছে। জানানো হয়েছে যে 'কর্মীবিন্যাস' এবং 'কাজের স্তর' মূল্যায়ন করা হবে। এমন শব্দ দেখেই ছাঁটাইয়ের জোরালো অনুমান রয়েছে। 

কর্মীদের বাড়িতে পাঠানোর কারণ কী? অনুমান ছাঁটাইয়ের ঘোষণায় বিরূপ প্রতিক্রিয়া পড়বে জেনেই এই প্রস্তুতি নিয়েছে ম্যাকডোনাল্ড। 

বিশ্বে আর্থিক সঙ্কটের আবহে বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থাগুলি হাজারে হাজারে চাকরি বাতিল করেছে। ফেসবুক, আমাজন, গুগল, টুইটার~ টেক দুনিয়ার পরিচিত সংস্থাগুলি পরপর ছাঁটাই করেছে। বিপন্ন কর্মীদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়। 

এইচ ওয়ান বি ভিসার শর্ত অনুযায়ী ছাঁটাইয়ের ৬০ দিনের মধ্যে নতুন কাজ খুঁজে নিতে হবে। বেশিরভাগ ভারতীয় এত কম সময়ে নতুন কাজ জোগার করতে পারছেন না।

Comments :0

Login to leave a comment