Mohun Bagan

এসিএল ২ থেকে বহিষ্কৃত বাগান

খেলা

ফের এসিএল ২ খেলার সুযোগ হারালো মোহনবাগান। ইরানের ক্লাব আহাল এফকের বিরুদ্ধে খেলতে যায়নি বাগান। আর সেই কারণে এই বছরের মতো এই টুর্নামেন্ট থেকে বাগানকে বহিষ্কার করলো এএফসি। 
উল্লেখ্য নিরাপত্তার অভাবের কারণে দেখিয়ে এই বার খেলতে যায়নি বাগান। গত বছরও একই যুক্তি দিয়েছিল বাগান, সেই সময়ও বাগানকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করেছিল এএফসি। 
আইএসএল শিল্ড জেতার কারণে এই বছরও এসিএল ২ খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান। গ্রুপ লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে হারে মোহনবাগান। আজ ছিল গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচ খেললো না বাগান।

Comments :0

Login to leave a comment