NZ vs AUS

গার্ডেনারের শতরান, জিতল অস্ট্রেলিয়া

খেলা

সোফি ডিভাইনের শতরান বাঁচাতে পারলো না নিউজিল্যান্ডকে। মহিলা একদিনের বিশ্বকাপের প্রথম খেলায় অস্ট্রেলিয়া ৮৯ রানে হারিয়ে দিল তাদের। নিয়মিত ব্যবধানে উইকেট হারানো অধিনায়ক সোফির সঙ্গে কেউ জুটি বাঁধতে না পারায় হারল নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩২৬ তোলে। অ্যাসলে গার্ডেনার ৮৩ বলে ১১৫ করেন। ফোবে লিচফিল্ড (৪৫), কিম গার্থ (৩৮) ও এলসি পেরি (৩৩) ব্যাট হাতে সফল। নিউজিল্যান্ডের জেস কের (৩/৫৯) ও লিয়া তাহুডু (৩/৪২) বল হাতে সফল। 
জবাবে নিউজিল্যান্ড ২৩৭ রানে অল আউট হয়ে যায়। সোফি ১১২ করেন। অ্যামেলিয়া কের (৩৩) ছাড়া ব্যাট হাতে কেউ খুব বেশি সফল হননি। অস্ট্রেলিয়ার সোফি মলিনে (৩/২৫) ও অ্যানাবেল সুদারল্যান্ড (৩/২৮) বল হাতে সফল।

Comments :0

Login to leave a comment