SSC scam

এসএসসির দ্বিতীয় তালিকাতেও নাম তৃণমূলের ঘনিষ্ঠদের

রাজ্য

চিহ্নিত অযোগ্যদের নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করলো এসএসসি। দ্বিতীয় তালিকায় রয়েছে আরও দুজনের নাম। আগের তালিকায় চিহ্নিত অযোগ্যদের নামের সাথে একাধিক তৃণমূলের নেতার সরাসরি যোগ পাওয়া গেছে। নাম রয়েছে অনেক তৃণমূলের নেতা আবার কোথাও তাঁদের আত্মীয় বা পরিবারের সদস্য। যার ফলে নিয়োগ দুর্নীতিতে সরাসরি তৃণমুলের যোগ স্পষ্ট হয়েছে।  

শনিবার রাত ৮টায় চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করে পর্ষদ। কিন্তু সেই তালিকা প্রকাশের সময় তারা জানিয়েছিলেন যে এই তালিকা সম্পূর্ণ নয়। প্রথম তালিকায় ১৮০৪ নাম ছিল। দ্বিতীয় তালিকায় ২ জন বেড়ে মোট সংখ্যা হলো ১৮০৬। যে দুজনের নাম রয়েছে তার মধ্যে একজন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোকসানা বেগম। তিনি একটি স্কুলের ইংরেজির শিক্ষিকা ছিলেন। প্রথম লিস্টে কেন এই দুই নাম ছিল না তা নিয়েও উঠছে প্রশ্ন। পর্ষদে দাবি পদ্ধতি গত সমস্যার জন্য এই ভুল হয়েছে।

অযোগ্যদের তালিকায় নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। এই ঘটনায় নির্মল ঘোষ বলেছেন, "আইন বিচার করবে। এই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারধীন। আমার কাছে কাগজ নেই যদি নাম এসে থাকে তাহলে দেখে বলবো।" শম্পা ঘোষকে প্রশ্ন করা হলে এই ব্যাপারে তিনি কোনও কথা বলতে চাননি।   
রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। তালিকার ৬৪৭ নম্বরে নাম রয়েছে তাঁর। এছাড়াও বারাসতের তৃণমূলের নেতার ছেলের নাম রয়েছে এই তালিকায় ।   
 

Comments :0

Login to leave a comment