EFL CUP

৭০বছর পর লীগ কাপ নিউক্যাসেলের, লা লীগার শীর্ষে বার্সেলোনা

খেলা

Newcastle Lift the EFL CUP to beat Liverpool

ইএফএল লীগ কাপ জিতল নিউক্যাসেল ইউনাইটেড। প্রায় ৭০ বছর পর লীগ কাপ ঘরে তুলল ' দ্যা ম্যাগপিস ' রা। ১৯৫৫ সালে শেষবার এই ট্রফি জিতেছিল নিউক্যাসেল। লিভারপুলকে ২-১ গোলে হারালো তারা। এই সপ্তাহটা বেশ কঠিন গেল লিভারপুলের জন্য। পিএসজির কাছে নকআউটে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় এবং লীগ কাপেও হার। নিউক্যাসেলের হয়ে গোল করেন ৪৫ মিনিটে বার্ন এবং ৫২ মিনিটে ইজ্যাক। লিভারপুলের হয়ে ব্যবধান কমান কিয়েসা।

 

লা লীগার শীর্ষে উঠে এল বার্সিলোনা। আতলেতিকোকে ৪-২ গোলে হারাল হানসি ফ্লিকের দল। আতলেতিকোর হয়ে আলভারেজ ও সোরলোথ গোল করে এগিয়ে দিলেও বার্সিলোনার হয়ে জোড়া গোল করেন ফেরান টোরেস, লেওয়ানডস্কি ও লামিন ইয়ামাল।


 

Comments :0

Login to leave a comment