ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বন্যা বিধ্বস্ত এলাকার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল এসএফআই। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এই এলাকার ছোট ছোট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে খাতা, বই, কলম, পেন্সিল, রাবার, রং-সহ নানান শিক্ষা সামগ্রী। বন্যার জেরে পড়াশোনায় ক্ষতি হওয়া এই শিশুদের আবারও বিদ্যালয়মুখী করে তুলতে এবং তাদের শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করতেই এই উদ্যোগ নেয় ময়নাগুড়ি লোকাল কমিটি।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ছিলেন এসএফআই জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রীতম রায়, তন্ময় রায় ও সঞ্জয় রায়-সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে লোকাল কমিটির সভাপতি মানব রায় জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির শিশুদের শিক্ষায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনেও বন্যা দুর্গত এলাকার ছাত্রছাত্রীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এসএফআই। স্থানীয় মানুষদের কাছ থেকেও এই সমাজমুখী কর্মসূচির প্রশংসা পাওয়া গেছে।
North Bengal Disaster
বন্যা বিধ্বস্ত এলাকার খুদে পড়ুয়াদের পাশে এসএফআই

×
Comments :0