On This Day 1996 ICC World Cup Final

আজকের দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা

খেলা

On-this-day-1996-Srilanka-won--world-cup-final

আজ ১৭মার্চ । ঠিক ২৯ বছর আগে আজকের দিনে ১৯৯৬ সালে প্রথমবার আইসিসি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। লাহোরের ঐতিহাসিক গদ্দাফি স্টেডিয়ামে তারা হারিয়েছিল অস্ট্রেলিয়াকে । প্রথমে ব্যাট করে অজিরা তুলেছিল ২৪১ রান। অধিনায়ক মার্ক টেলর ৮৩ বলে ৭৪ রান করেছিলেন।৭৩ বলে ৪৫ করেন রিকি পন্টিং। মার্ক টেলর, রিকি পন্টিং এবং ইয়ান হেলির উইকেট নেন ডি সিলভা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আশাঙ্কা গুরুসিনহা করেন ৬৫ রান । ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া ছাড়াও অরবিন্দ ডি সিলভা করেন ১০৭ রান। ফাইনালের সেরার পুরস্কারও পান সিলভাই। অধিনায়ক অর্জুনা রনোথুঙ্গা করেন ৪৭ রান। তৎকালীন সময়ের সেরা অস্ট্রেলিয়াকে পাকিস্তানের মাটিতে দুরমুশ করে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল শ্রীলঙ্কা।

Comments :0

Login to leave a comment