বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নং ওয়ার্ডে গঙ্গাখালি কংক্রিটের ব্রিজটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় ছিল। সেই ভগ্ন ব্রিজটির সংস্কারের কাজ কয়েক দিন ধরে চলছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ সংস্কারের কাজের সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়। কর্মরত কয়েকজন শ্রমিক চাপা পড়ে যায়। কিছুক্ষণ পরে তাদেরকে ভিতর থেকে বের করা হয়। এবং চিকিৎসার জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়।
চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ শাহ আলম(৪০)। তাঁর বাড়ি তমলুকে বলে জানিয়েছেন তমলুকের এসডিপিও। ঘটনার খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী ঘটনাস্থলে যান। স্থানীয়রা জানিয়েছেন , দীর্ঘ দিন ধরে ওই ব্রিজটি ভগ্ন অবস্থায় ছিল। তাদের দাবি প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই ভগ্ন ব্রিজটির সংস্কারের কাজ কয়েক দিন আগে শুরু হয়। সংস্কারের কাজ চলার সময় এদিন দুপুরের আগে ব্রিজ ভেঙে পড়ে।
Comments :0