কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এবং সপ্তগিরি শঙ্কর উলাকা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মুখের মুখোশ পরে অভিনব কটাক্ষ। কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঠাকুর ও উলাকার ছবি তুলতে দেখা যায় এবং তাদের ‘সম্পর্কের’ বর্ণনা দিতে বলা হয়।
জবাবে তারা মজা করে বলেন, ‘হাম দোনো মিলকে সব করেঙ্গে (আমরা একসঙ্গে সব করব)। আমাদের মধ্যে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে’।
প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী তাঁদের প্রশ্ন করেন কেন সংসদের কাজকর্ম বন্ধ করে দিলেন মোদী, এই প্রশ্নের উত্তরে সাংসদরা বলেন, ‘‘উনি আজ নিখোঁজ। অমিত ভাই (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) আজ সংসদে আসেননি’’। মোদীর মুখোশ পরা সহকর্মীকে দেখিয়ে আদানি বলে অভিনয় করা সাংসদ বলেন, ‘আমি যা বলি, উনি তাই করেন’।
২০ নভেম্বর অধিবেশন শুরু হওয়ার পর থেকে আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ নিয়ে আলোচনা এড়াতে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করায় দুই কক্ষে ক্রমাগত ধোঁয়াশা দেখা যাচ্ছে। তৃণমূল বাদে ইন্ডিয়া ব্লকের বিরোধী সাংসদরা এই মামলার যৌথ সংসদীয় তদন্তের দাবিতে সোমবার বিক্ষোভে যোগ দিয়েছেন।
বিক্ষোভকারীরা সংসদের বাইরে দাঁড়িয়ে ‘মোদী, আদানি এক হ্যায়’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন এদিন।
৬ ডিসেম্বর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে আদানি তদন্তে ভয় না পেয়ে শীতকালীন অধিবেশনে যোগ দিতে বলেছিলেন।
Parliament winter session
সংসদে অভিনব কায়দায় মোদী-আদানি জুটিকে কটাক্ষ বিরোধীদের
×
Comments :0