Polit Bireau Nepal

নেপালের যুবদের ক্ষোভের কথা শোনা উচিত এখনই, বলল পলিট ব্যুরো

জাতীয়

যুব অংশের ক্ষোভ নিরসনে ব্যবস্থা নেওয়া উচিত এখনই। বসা উচিত আলোচনায়। সেই সঙ্গে সংবিধানে বর্ণিত গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাজতন্ত্রের সমর্থক এবং প্রতিক্রিয়াশীল শক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে দেখতে হবে যুব এবং গণতান্ত্রিক অংশকে। 
নেপালে নবীন প্রজন্মের ২০জনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এবং বিক্ষোভ পরিস্থিতি প্রসঙ্গে এই অভিমত জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। বুধবার বিবৃতিতে বলা হয়েছে গণবিক্ষোভের মাধ্যমে গণতন্ত্রের পুনরুজ্জীবন কাঙ্ক্ষিত, ফের সামন্ততান্ত্রিক স্বৈরাচারি শাসনের গাড্ডায় পড়া নয়।  
উল্লেখ্য, বুধবারও কারফিউ জারি করা ছিল নেপালের রাজধানী কাঠামান্ডুতে। একদল বিক্ষোভকারী আগুন লাগিয়েছে দেশের সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টে। বিক্ষোভকারী যুব অংশের প্রতিনিধিদলের সঙ্গে সেনার বৈঠক হতে পারে। 
পলিট ব্যুরো বলেছে, জনতার, বিশেষ করে যুব অংশের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অসন্তোষের প্রতিফলন এই বিক্ষোভ। পরপর নির্বাচিত সরকার এই অংশের গুরুতর সঙ্কট নিরসনে ব্যর্থ হয়েছে। এই অংশের সঙ্গত চাহিদা মেটানোর জন্য পদক্ষেপও নিতে পারেনি। 
পলিট ব্যুরো বলেছে, ক্ষমতাসীন অংশের বেপরোয়া দুর্নীতি, কাজের সুযোগের অভাব এই ‘জেন-জি’ বিক্ষোভের অন্যতম কারণ। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি হতেই এই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। কেপি শর্মা ওলি সরকারের পতনের পর শান্তি স্বাভাবিকত্ব ফিরিয়ে আনার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। সরকারি আধিকারিক বা মন্ত্রীদের বাসভবন ঘিরে হামলা চলতে থাকয় এই উদ্যোগ আরও জরুরি হয়ে পড়েছে।
পাশাপাশি পলিট ব্যুরো নিন্দা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খনলের বাসভবনে আগুন লাগানোয় স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যুর ঘটনাকে। খনলও জীবনের সঙ্গে লড়াই করছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন