কবিতা | মুক্তধারা
খোশগল্প
অভীক চ্যাটার্জী
সহযোদ্ধা, যদি এ যুদ্ধে আমার মৃত্যু হয়,
দুটো জুঁই ফুল তুলে এনে দিও গৃহদেবতার পায়ে
বহুবার মোরে বাঁচিয়েছে সে বহু বিপদের মাঝে
এই বার বুঝি ব্যস্ত ছিল সে অন্য কারোর কাজে
সহযোদ্ধা,যদি কথা হয় আমার বাবার সাথে,
বলে দিও তাকে,বাপধন তার, লড়েছিলো দুই হাতে।
আমার বাবা মধ্যবিত্ত, টিনের চালের বাড়ি
তবু সে ফিরতো, সেরা মাছ কিনে,জোর পায়ে তাড়াতাড়ি।
সহযোদ্ধা, বন্ধু আমার,এসো বসো মোর পাশে,
একসাথে এসো চুমুক লাগাই সস্তা মদের গ্লাসে ;
যদি দেখো মোর ছোট্টো ভাইটি, দাদার খবর চায়,
বলো তাকে তার দাদা গেছে এই লড়াই মীমাংসায়।
সহযোদ্ধা,যদি তোর ভাই,দেখা হয় মা'র সাথে,
বলিস তারে, ছেলে তার ঠিক ফিরবেই শাড়ি হাতে,
জানিস মা মোর,শাড়ি কেনেনি কতকাল কে জানে
কত ভালবাসা জমিয়ে রেখেছে বড়ো খোকাটার নামে।
কমরেড,তুই যদি বা দেখিস সুন্দর এক মেয়ে
রাত রাত জেগে ঘুমিয়ে পড়েছে, মোর পথ চেয়ে চেয়ে
প্রেমিকা আমার জ্বলেছে অনেক, দূরে থাকার জ্বালায়,
বলিসনা তারে আমার মরার খবর অবহেলায়।
সহযোদ্ধা, বলতে পারিস এ যুদ্ধের কি মানে?
মরছে যারা তাদের আওয়াজ যায় কারো আজ কানে?
যে বাপ নিজের ছেলে হারালো, কিম্বা যে মা, পুত,
তাদের কান্না শুনতে পায় কি কোনো রাষ্ট্রের দূত???
Comments :0