POETRY | GOURI SENGUPTA | DANUJ DALANI | MUKTADHARA | 2025 MARCH 8

কবিতা | গৌরী সেনগুপ্ত | দনুজ দলনী | মুক্তধারা | ২০২৫ মার্চ ৮

সাহিত্যের পাতা

POETRY  GOURI SENGUPTA  DANUJ DALANI  MUKTADHARA  2025 MARCH 8

কবিতা | মুক্তধারা

দনুজ দলনী
গৌরী সেনগুপ্ত


কেন এত হতভাগ্য দিন
মাথা ভেতরে ছুটে আসে বাঁধ ভাঙা জল
ছোবলে ছোবলে হয় নীল আয়ু
আক্রান্ত প্রতিমারা কবে মূক হয়ে গেছে
আর কথা বলেনি তারা । তারা  হিমানীর ঘরে
শূন্য বলয়ে চোখ মেলে আছে
হতশ্রী অনিকেতে হৃৎপিন্ড থেকে বাতাস সরিয়ে
চোখ থেকে হারিয়েছে চোখ ।

সমস্ত নিশ্চয়তা মুছে নিথর দাঁড়িয়ে আছে রাজপথ
ভিড়ভাট্টা সরিয়ে শুধু বয়ে চলেছে বোবা জল
একপাশে অকাল মৃত্যুরা দাঁড়িয়ে অসহায়
অন্য পাশে জঞ্জাল জমে গেছে
যেখানে রক্তবীজেরা ঝড়ছে কৃমির মত
অতর্কিতে মাথা চারা দিতে ।

তবুও বিশালাক্ষী আঁধার কেটে
জেগে উঠছে কন্যারাশি
এক হাতে পাশুপত , অন্য হাতে সৃষ্টির ধানশীষ
ভূমিজ স্বপ্নে তার অনুভবী ওম্
নাশকের নিশানা ভেঙে ফিরে আনতে সজীব সময়
যে মাতৃরূপে ঝুঁকে থাকে শিয়রে আমার ।

Comments :0

Login to leave a comment