কবিতা | মুক্তধারা
গন্ধ
কালিদাস ভদ্র
খুলনার খেয়াঘাট নিশ্চুপ দ্যাখে
ভরন্ত কিশোর সন্ত্রস্ত
চোখে
থর থর কাঁপা পায়ে
ভীরু মুখে ছুটছে
কাঁটাতারের হাতে শৈশব
জন্মভূমির গন্ধ
আম,জাম,জারুলের ফিশফাশ
বেনেবউ, কাচপোকা, ঝিঁঝির
বিরহ গোপন রাখে রাত্রির নিক্বণ
নদী নালা, খাল বিল, পাটখেত
গর্ভবতী ধান শিষ
মাছরাঙা, পানকৌড়ি, ডাহুক
চোখ ছলছল
নৃত্যভঙ্গি যশোর রোড কোল পাতে
দৌড়াচ্ছে ভরন্ত কিশোর
ভিটেমাটির পাঁজরে পাঁজরে
দেশভাগ লেখে হাওয়া বালক
খুলনার খেয়াঘাট নিশ্চুপ দ্যাখে
কিশোরী জমিলার চোখে
শ্রীরাধার বিরহ যেন জড়িয়ে আছে...
Comments :0