কবিতা — মুক্তধারা, বর্ষ ২
যা কিছু নতুন
সাঁঝবাতি
এই সূর্য বহুবছর পুরোনো, অরণ্য!
তোমাকে মুগ্ধ করতে
এর আগেও অনেকবার জ্বলে উঠেছে রক্তাক্ত হয়ে!
ঠিক যেমন তোমাকে ছোঁয়ার জন্য
আমি বহুবার পুড়ে গিয়েছি আগুনে! পাওয়ার জন্য...
হারিয়ে ফেলেছি রামধনু, গোলাপি বিকেল
সব পাওয়ার ইচ্ছেগুলো!
এই সূর্য বহুবছর পুরোনো
তবু...
সকালের রোদ ধুয়ে গেলে চুল
বেকার ছেলেটির বাঁচার ইচ্ছে হোক!
বেসুরো বেহাগে সকাল করেছে যে মেয়েটি
অবাধ্যতা তার আকাশ ছুঁয়ে ফেলুক আজ...
লাল পোকা আর ঘাসের লুটোপুটি দেখে
ফিরে যাক কিশোরী চেনা কোনো বুকে...
হলদে আলোয় স্পষ্ট হয়ে যাক যাবতীয় পার্থক্য!
কৃতজ্ঞ যন্ত্রণা, বিচ্যুত তারার ভবিষ্যৎ...
নির্দ্বিধায় ভুলে গিয়ে অন্ধকার
আমিও মেনে নেব নতুন সূর্য কিংবা সত্যিদের!
Comments :0