প্রবন্ধ | মুক্তধারা
পৃথিবীর প্রথম গণিতজ্ঞ ও বৈজ্ঞানিক
তপন কুমার বৈরাগ্য
পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক ছিলেন গ্রিক পন্ডিত
থ্যালেস। তিনি জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক
৬২৪খ্রিস্টপূর্বাব্দে।মারা যান আনুমানিক ৫৬৯খ্রিস্টপূর্বাব্দে।তিনি গ্রিস দেশের মিলেটাস অঞ্চলে বাস করতেন। তিনিই প্রথম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঠিক তথ্য তুলে ধরেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যে একটা প্রাকৃতিক ঘটনা সেই বিষয়ে তিনি নিঃসন্দেহ হন। তিনি এই সিদ্ধান্তে পৌঁছান সূর্য চন্দ্র পৃথিবী এক সরলরেখায়
এলে গ্রহণ হয়। আজো গ্রহণ সম্পর্কে আমাদের কুসংস্কার
আছে।রাহু, চন্দ্র সূর্যকে গ্রাস করার ফলে গ্রহণ হয়।
এদিন অনেকেই রান্না খাবার ফেলে দিই।স্নান করি।কিন্তু আজ
থেকে দুহাজার ছয়শো বছর আগে গ্রহণের সঠিক সিদ্ধান্তে
উপনীত হয়েছিলেন থ্যালেস।তাইতো তিনি পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক।
তিনি ছিলেন পৃথিবির প্রথম দার্শনিকও।তিনিই প্রথম
চিন্তা করেছিলেন বস্তুর মূল উপাদান সম্বন্ধে। তিনি একবার
মিশরে আসেন। মিশরে আছে বহু পিরামিড। এতো সুন্দর
স্থাপত্য দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে যান। তিনি
মনে মনে চিন্তা করেন পিরামিডের উচ্চতা
তিনি নির্ণয় করবেন। কিন্তু অতো উঁচুতে উঠাতো কারো পক্ষে
সম্ভব নয়। তিনি সূর্যের আলোর মাধ্যমে ৬০০ খ্রিস্টপূর্বাব্দে
মিশরের সব পিরামিডের উচ্চতা নির্ণয় করেছিলেন।
পরে বিভিন্ন গণিতজ্ঞ অঙ্ক কোষে দেখেন থ্যালেসের গণনা
অভ্রান্ত।তাই তাঁকে পৃথিবীর প্রথম গণিতজ্ঞ বলা যায়।
তিনি পিরামিডের উচ্চতার এই গণনাকার্য চালিয়েছিলেন
একটা লাঠি ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাতের সাথে পিরামিড
ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাতের সমন্বয় সাধন করে।
তাই তাকে এককথায় পৃথিবীর প্রথম গণিতজ্ঞ বলা হয়।
Comments :0