বুধবার রাত ১২:৩০টায় ( বৃহস্পতিবার ) মেটালিয়াফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামতে চলেছে প্যারিস সেন্ট জার্মেইন ও রিয়াল মাদ্রিদ। একটি দল পিএসজি সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ জয় করে এসেছে। অন্য দলটি ইউরোপিয়ান তথা বিশ্বফুটবলের চিরন্তন সত্য। সর্বাধিক ১৫বার চ্যাম্পিয়ন্স লিগ ও সর্বাধিক ৫বার ক্লাব বিশ্বকাপজয়ী ফুটবলের চিরন্তন সম্রাট রিয়াল মাদ্রিদ। এছাড়া এই ম্যাচটি সবথেকে বেশি গুরুত্বপূর্ন এম্ব্যাপের জন্য। নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধেই নামবেন তিনি।
লুইস এনরিকে পিএসজিকে রাখা যেন কস্টসাধ্য হয়ে যাচ্ছে সমস্ত দলগুলির পক্ষে। যদিও গ্ৰুপ পর্যায়ে বোটাফোগোর কাছে হেরেছিল এই দল। কিন্তু বাকি ম্যাচগুলিতে সম্পূর্ণ আধিপত্য রেখেই সেমিতে উঠে এসেছে পিএসজি । মাঝমাঠে ভিটিনহা এই বছরের সেরা মিডফিল্ডার পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় ছাড়াও দেশ পর্তুগালের হয়ে নেশনস লিগ জয় করেছেন। এছাড়াও রয়েছেন নুনো মেন্ডেজ , জোয়াও নেভেসদের মতো তারকা পর্তুগিজরাও। পজিশনাল ফুটবলে মাঝমাঠের প্রধান কান্ডারি ওই ভিটিনহাই। এছাড়াও বেশ অনেকদিন পর ডেম্বেলে ফায়ার এসে গোল পেয়েছেন গত বায়ার্ন ম্যাচে। তবে কোয়ার্টারে পিএসজির দুই প্রধান খেলোয়াড় লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেননা তারা। রাইট ব্যাক লুকাস হার্নান্দেজ ও উইলিয়ান পাচো। চিন্তার জায়গা সেটাই। অন্যদিকে রিয়ালেরও চিন্তা রয়েছে এই লাল কার্ড নিয়েই। এই প্রতিযোগিতার অন্যতম সেরা ডিফেন্ডার ডিন হিউসেন লাল কার্ড দেখায় খেলতে পারবেননা এই ম্যাচে। তার জায়গায় হয়তো শুরু থেকে সুযোগ পেতে পারেন এডার মিলিটাও। রিয়ালের এই প্রতিযোগিতার অন্যতম সেরা আবিষ্কার স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। এখনও পর্যন্ত ৪টি গোল ও ১ এসিস্ট করে ফেলেছেন। শীর্ষ গোলদাতাদের তালিকায় রয়েছেন শীর্ষে। আলোন্সোর রিয়ালে যেন নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন আর্দা গুলার। ৩-৫-২ ছকে বেলিংহ্যাম ও আর্দা গুলার একটি বিশেষ ভূমিকা পালন করেন। মাঝমাঠের সৃজনশীলতার দায়িত্ব থাকে আর্দা গুলারের কাঁধেই। আদতে আলোন্সো শুরু করেন ৩-৪-৩ ছকে। তবে এই ম্যাচে গঞ্জালো গার্সিয়ার সঙ্গী কে হবেন। তা নিয়ে ধোয়াঁশা রয়েছে দলে। গত ম্যাচে ডর্টমিউন্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেছিলেন এম্ব্যাপে। ফলে প্রাক্তন দলের বিরুদ্ধে তাকেই হয়তো শুরু করতে পারেন আলোন্সো।। দুই দল মোট ৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪বার রিয়াল ও ২বার পিএসজি জিতেছে।
পিএসজির সম্ভাব্য প্রথম একাদশ - ডোনারুমা , হাকিমি , মার্কুইনহোস , বেরাল্ডো , নুনো মেন্ডেজ , জোয়াও নেভেস , ভিটিনহা , রুইজ , কাভারেজখেলিয়া , ডেম্বেলে ও ডিসায়ার ডুয়ে।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ - কুর্তুয়া , রুডিগার , এডার মিলিটাও , চুয়ামেনি , ভালভার্দে , বেলিংহ্যাম , আর্দা গুলার , ট্রেন্ট , ফ্র্যান গার্সিয়া , গঞ্জালো গার্সিয়া ও এম্ব্যাপে।
Comments :0