Itahar: Pradhan vs MLA

‘বিধায়কের কথা মতো পঞ্চায়েতে দুর্নীতি করতে হবে‘, সরব তৃণমূলেরই প্রধান

জেলা

পুলিশ সুপারকে অভিযোগ জানিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি বিলকিস পারভিন।

বিশ্বনাথ সিংহ

 বিধায়ক এবং বিডিও’র বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। থানায় জানিয়ে কাজ না হওয়ায় জেলা পুলিশের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন।
বিধায়ক এবং প্রধান দু’জনেই তৃণমূলের। প্রধানের অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে মুখ খুললে স্বামীকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিডিও। 
দুই পদাধিকারীর সংঘাত প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের রাজনৈতিক মহলে।
অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পুকুর খনন করে পঞ্চায়েতের নিজস্ব তহবিলে টাকা জমা করেননি প্রধান। এছাড়াও আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ ও পালটা অভিযোগ ঘিরে প্রধান ও বিডিওর চরম সংঘাত চলে এসেছে প্রকাশ্যে। বিডিও’র পালটা অভিযোগ, ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন ও তাঁর স্বামী সাহেরুল হক পঞ্চায়েতের টাকা নয়ছয় করেছেন।  প্রধানের অভিযোগ, ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন ও  ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে বসে নানারকম আর্থিক তছরূপের ঘটনায় নিয়ে সমঝোতা করার জন্য তাঁকে চাপ দিয়েছেন বিডিও দিব্যেন্দু সরকার। সমঝোতা না করলে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হবে বলেও বিডিও হুমকি দিয়েছেন বলে প্রধানের অভিযোগ। 
পুলিশ সুপারের কাছে প্রধান লিখিত অভিযোগ জানানোর পর সংবাদমাধ্যমে বলেন, ‘‘আসলে রাজনৈতিক ভাবে আমাকে ও আমার স্বামীকে কোণঠাসা করতে বিধায়কের পরামর্শে ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে।" 
তৃণমূলেরই বিধায়ক এবং প্রধানের মধ্যে বিরোধ কেন? পারভিন সরাসরি বলেন, ‘‘ওনার কথামতো চলতে হবে, পঞ্চায়েতে দুর্নীতি করতে হবে। আমি তা করতে চাই না।’’

Comments :0

Login to leave a comment