মঙ্গলবার সকালে পানিহাটি পৌরাঞ্চলের মহাজাতি নগরের আবাসনের ফ্ল্যাট থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ আসার পরে ফ্ল্যাটের একটি ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ বার করতে হয়। মৃত ব্যক্তির নাম প্রদীপ কর(৫৭)। এদিন সকালে দরজা না খোলায় ওই ফ্ল্যাটের লোকজন ওই ঘরটিতে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে খবর দেন তাঁরা। এরপরে পুলিশে খবর যায়। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি একটি দীর্ঘ সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানা গেছে। ওই সুইসাইড নোটের দীর্ঘ লেখার একটি অংশে এনআরসির আতঙ্কের কোথাও আছে বলে জনা গেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠায়। আচমকাই এই আত্মহত্যার ঘটনায় প্রতিবেশীরা সকলেই বিস্মিত।
স্থানীয় সূত্রে জানাা গেছে শক্তি সংঘ ক্লাবের সামনের উমা অ্যাপার্টমেন্টের তিন তলায় একটি পৃথক ঘরে থাকতেন মৃত প্রদীপ কর। একই ফ্লাটে অপর একটি ঘরে থাকতেন তাঁর ভাই এবং ভায়ের স্ত্রী। তাঁদের পরিবারের পেশা বেডিং’র ব্যবসা।
আগের দিন রাত্রে, শক্তি সংঘর পূজোর প্যান্ডেল খোলার সময়, অনেক রাত পর্যন্ত প্রদীপ করকে সেখানে দেখেছেন বলে জানান এলাকার মানুষরজন। ময়না তদন্তের পরে এদিন সন্ধ্যায় মরদেহ আবাসনে নিয়ে আসা হলে এলাকার মানুষ সেখানে ভিঁড় করেন। অনির্বাণ ভট্টাচার্য সহ সিপিআই(এম) নেতাকর্মীরা সেখানে আসেন। এই আত্মহত্যার কারণ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান জল্পনা এবং ঔৎসুক্য সৃষ্টি হয়েছে। সিপিআই(এম) নেতা অনির্বাণ ভট্টাচার্য জানান, ঘটনার প্রকৃত কারণ বোঝা মুশকিল হচ্ছে। পুলিশের তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছেন প্রতিবেশীরা সকলেই।
জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) লাগু হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, সে ক্ষেত্রে বিদেশী হিসাবে গণ্য করা হবে, ফলে দেশ ছাড়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এরকম এক আশঙ্কা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছ নিহতের পরিবার। বিষয়টি সামনে আসার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি আর রাজনৈতিক চাপনাতোর শুরু হয়েছে। রাজ্যে এসআইআর শুরুর মুখেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিন সিইও দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই ঘটনার কথা উল্যেখ করে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বিজেপি নাগরিকত্ব হারানোর ভয় দেখাচ্ছে। এক কোটি মানুষের নাম বাদ যাবে বলে দাবি করে বিরোধী দলনেতা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এসআইআর নিয়ে ভয় তৈরি করা হচ্ছে মানুষের মনে। আমরা দেখছি বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য সিএএ ক্যাম্প চালাচ্ছে। কমিশনের কাজ নয় নাগরিকত্ব যাচাই করা। কমিশনের কাছে দাবি জানানো হয়েছে এই কাজ বন্ধ করার।
সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন প্রদীপ কর এমনটাই দাবি করেন পরিবার। গত কয়েক মাস ধরে তিনি আতঙ্কে ভুগছিলেন। অনিশ্চয়তার মধ্যে ছিলেন তিনি এমনটাই জানিয়েছেন তার পরিবার। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
NRC Fear
সুইসাইড নোট লিখে আত্মঘাতী পানিহাটির প্রৌঢ়
×
Comments :0