Parliament security breach

সংসদে স্মোক বোম্ব হামলায় ইউএপিএ চার্জ

জাতীয়

লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের মূল অভিযুক্ত ললিত মোহন ঝাকে বৃহস্পতিবার পুলিশের কাছে আত্মসমর্পণের পর গ্রেপ্তার করা হয়েছে। ললিত আরও একজনকে নিয়ে থানায় পৌঁছায়, যেখানে তাঁকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়।
চারজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে এবং স্মোক বম্ব জ্বালিয়ে দেয় এবং অন্য দুজন নীলম দেবী এবং অমল শিন্ডে বাইরে প্রতিবাদ করেন।
সাত দিনের রিমান্ডে থাকা চার অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, 'এটি সংসদের ওপর সুপরিকল্পিত হামলা। পুলিশ আরও উল্লেখ করেছে যে অভিযুক্তরা স্পষ্টতই পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিয়েছিল। তারা বলেন, 'ধরা পড়ার পর পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করবে তখন কী জবাব দেওয়া হবে তা নিয়ে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছে।

Comments :0

Login to leave a comment