Trinamool Councillor's murder

তৃণমূল কাউন্সিলর খুনের অভিযুক্তদের ধরতে নগদ পুরস্কার ঘোষণা পুলিশের

জেলা

মালদহের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় প্রধান দুই চক্রীর ছবি প্রকাশ করে তাদের মাথার দাম বেঁধে দিল মালদহ পুলিশ। বাবলু যাদব এবং কৃষ্ণ রজক ওরফে রোহন এই দুজনের খোঁজ দিতে পারলে দুই লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। গত বৃহস্পতিবার থেকে এরা দুজনেই পলাতক। গত বৃহস্পতিবার অর্থাৎ ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে গুলিবিদ্ধ হয়ে খুন হন  তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এখনও পর্যন্ত ওই দুজনকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের অনুমান দুলাল সরকার ওরফে বাবলা তৃণমূল কাউন্সিলর খুনের মূল মাথা। খুনের তদন্ত করতে নেবে পুলিশ বিহারের একটি গ্যাং এর যোগ পেয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে খুনের জন্য বিহার থেকে ‘শুটার’ ভাড়া করা আনা হয়েছিল। যে এত জনকে গ্রেপ্তার করে হয়েছে তার মধ্যে ২ জন বিহারের বাসিন্দা। 
 

Comments :0

Login to leave a comment