CPI-M Polit Bureau

ভোটের মুখে বিভাজন: ভাগবতের ভাষণে তীব্র নিন্দা পলিট ব্যুরোর

জাতীয়

রাজ্যে রাজ্যে নির্বাচন রয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ওপর বাড়ছে জনতার ক্ষোভ। বরাবরের অভ্যাস অনুযায়ী জীবন জীবিকার সঙ্কট থেকে নজর ঘোরাতে বিভাজনের রাজনীতিতে ইন্ধন দিচ্ছে আরএসএস।
আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের তীব্র নিন্দা করে এই মর্মে বক্তব্য জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। শুক্রবার পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, দিল্লিতে মোহন ভাগবত মথুরা এবং কাশী বিতর্ককে ফের ইন্ধন দিয়েছেন। ‘ভ্রাতৃত্ব’-র বিনিময়ে মুসলিমদের এই দু’টি মসজিদ ‘ছেড়ে দেওয়ার’ কথা ভাষণে বলেছেন ভাগবত। 
পলিট ব্যুরো মনে করিয়েছে যে সংসদে পাশ আইন অনুযায়ী ১৯৪৭ সালে দেশের সব উপাসনাস্থলের চরিত্র অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের পর ওই আইন পাশ হয়েছিল। 
পলিট ব্যুরো বলেছে যে মোহন ভাগবতের এই ভাষণ স্পষ্ট করছে দেশের সংবিধানকে মানে না আরএসএস। দেশের আইনও মানে না। 
পলিট ব্যুরো বলেছে যে আমেরিকার বাড়তি শুল্ক চাপানো, দুর্বল অর্থনীতি, শ্রমিক ও কৃষকদের ওপর বাড়তে থাকা আক্রমণ, নির্বাচনে কারচুপির হাতেগরমে প্রমাণ সামনে আসায় বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলির ওপর আস্থা হারাচ্ছে জনতা। সেদিক থেকে নজর ঘোরাতে চাইছে আরএসএস। 
সিপিআই(এম)’র আহ্বান, আরএসএস’র বিভাজনের রাজনীতি সম্পর্কে সতর্ক থাকতে হবে সব অংশের মানুষকে। দেশের ঐক্য ও সংহতি যে কোনও মূল্যে রক্ষা করতে হবে। জনতার সব অংশকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়তে হবে তার জন্য।

Comments :0

Login to leave a comment