মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। সাধারণ ভোটারদের সহায়তার জন্য ইতিমধ্যেই রাজ্যজুড়ে বহু ভোটার হেল্প ডেস্ক শুরু করেছে সিপিআই(এম)-সহ বামপন্থী দলগুলি। এবার ভোটারদের সহায়তার জন্য হেল্প ডেস্ক চালুর ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার দুপুর আড়াইটেয় নির্বাচন কমিশনের সিইও’র দপ্তরের বাইরে বিক্ষোভও দেখাবে কংগ্রেস। সাড়ে তিনটের সময় এক প্রতিনিধি দল গিয়ে দেখা করবে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও’র সঙ্গে। 
সোমবার কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু, আশুতোষ চ্যাটার্জি। 
শুভঙ্কর সরকার বলেন, "রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় কাল থেকে শুরু হবে বিএলও-দের বাড়ি বাড়ি যাওয়া। মানুষ এখনও দ্বিধাগ্রস্ত। কি করতে হবে অনেকেই বুঝতে পারছেন না। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার নামে মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই প্রদেশ কংগ্রেসের তরফে গোটা রাজ্যে ভোটারদের সহায়তার জন্য হেল্প ডেস্ক শুরু করা হবে।’’ 
কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে বিধান ভবনেও এসআইআর সংক্রান্ত কেন্দ্রীয় টিম থাকবে। সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা অবধি এই হেল্প ডেস্ক চলবে।
প্রদেশ কংগ্রেসের এসআইআর বিষয়ক কমিটির প্রধান প্রসেনজিত বসু। তিনি বলেন, "কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে এসআইআর যেন কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত না হয়। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট আমরা চাইছি। ভোটার লিস্ট থেকে সমস্ত ভুয়ো ভোটারের বাদ দিতে হবে আর একজন ও যোগ্য ভোটারদের নাম্বার দেওয়া যাবে না।’’ 
কংগ্রেসের অভিযোগ, বিহারের এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা তৈরির সময় যে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছিল তার প্রায় অর্ধেক বৈধ ভোটদাতা।
প্রসেনজিত এরাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে বলেন, ‘‘বিরোধী সমস্ত রাজ্যে বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। তামিলনাড়ুতে রাজ্য সরকার সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। অন্যদিকে আমাদের রাজ্য সরকার নিশ্চুপ। কেন মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন না তার জবাব তাঁকেই দিতে হবে।’’
Congress SIR
এসআইআর হেল্পডেস্ক চালু করছে কংগ্রেসও, কাল সিইও দপ্তরে বিক্ষোভ
                                    সোমবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সাংবাদিক বৈঠক।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0