প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ফি বৃদ্ধির ঘোষণা নিয়ে সোচ্চার হলো এসএফআই। এসএফআই'য়ের প্রতিবাদ বিক্ষোভের জেরে এবিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৮ সেপ্টেম্বর ছাত্র ছাত্রী, প্রশাসন ও ২০২৪ সালে গঠিত ফি রিভিউ কমিটির শিক্ষক মন্ডলীকে নিয়ে এই ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হ ওয়ার কথা। প্রসঙ্গত, গত আগষ্ট মাসে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তি দেওয়া হয। সেখানে একলপ্তে ১৭০০ টাকা ফি বৃদ্ধির কথা বলা হয়। এই বিজ্ঞপ্তির পরেই এ নিয়ে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবিষয়ে এসএফআই’র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্যের দপ্তরে ই-মেইল করা হয়। ডিন অব স্টুডেন্টের কাছেও বিরোধিতা জানিয়ে আসেন এসএফআই নেতৃবৃন্দ। কিন্তু কোনো ফল হয়নি। এই পরিস্থিতিতে ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংগঠিত করে ডিন অব স্টুডেন্টস-র দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত করে এস এফ আই। বিক্ষোভের জেরে ৮ সেপ্টেম্বর এনিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে সম্মত হন ডিন অব স্টুডেন্ট।
এসএফআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অনিরুদ্ধ দত্ত, সম্পাদক সোহম বড়ুয়া এই ফি বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আ্যমেনডমেন্ট আ্যক্ট ২০১৩ অনুযায়ী গভর্নিং বডিতে নির্বাচিত ছাত্র সংসদের মধ্য থেকে দু'জন বিশেষ আমন্ত্রিত ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হ ওয়ার কথা। কিন্তু, বর্তমানে ছাত্র সংসদ নেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব পক্ষের সঙ্গে বৈঠক করা। এসএফআই নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় বিশ্ববিদ্যালয় আ্যমেনডমেন্ট আ্যক্ট-র ভিত্তিতে গঠিত বিশ্ববিদ্যালয়ের বিধি সমূহ কার্যকর করা সম্ভব নয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ছাত্র ছাত্রীদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা। এসএফআই নেতৃবৃন্দ দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তুলেছেন।
Presidency University
ফি বৃদ্ধির প্রতিবাদ এসএফআই’র, ত্রিপাক্ষিক বৈঠক ডাকল প্রেসিডেন্সি

×
Comments :0