death of student in Alipore

আলিপুরে ছাত্রীর মৃত্যুতে পরিবারকে ঘিরে বিক্ষোভ, জেরা পুলিশের

কলকাতা

ছবি প্রতীকী

আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় জেরার জন্য তার বাবা ও সৎ মাকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তখনই দম্পতিকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। 
যদিও পরিবারের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করেছে। উল্লেখ্য, আলিপুর থানা এলাকার বিদ্যাসাগর কলোনিতে সোমবারে রাতে বছর বারোর এক ছাত্রীর দেহ উদ্ধার হয় বাড়ির আলমারি থেকে।
ইতিমধ্যে ছাত্রীর দেহের ময়না তদন্তের রিপোর্ট এসেছে পুলিশের কাছে। প্রতিবেশীরা জানিয়েছেন যে বাবা ও তার সৎ মা ওই ছাত্রীর উপর যথেষ্ট নির্যাতন চালাতেন।
মৃত ছাত্রীর সৎ-মা দাবি করেছেন যে তিনি বাজারে গিয়েছিলেন। ফিরে মেয়ের দেখা পাননি। তারপর আলমারি খুলে ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের দেহ উদ্ধার করে পুলিশ এসএসকেএম হাসপাতালে পাঠায়। ঘটনাটি আত্মহত্যা না কী খুন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। তবে এখনও অবধি কোনও সুইসাইড নোট মেলেনি বলেই জানা গিয়েছে। 
ছাত্রীর ঠাকুমা অভিযোগ করেছেন যে অত্যাচার করে মেরে ফেলেছে ছাত্রীর সৎমা ও বাবা। 
এক প্রতিবেশী সংবাদ মাধ্যমে জানান যে পড়ানোর নামে রাত পর্যন্ত অত্যাচার করত বাবা ও সৎমা। একদিন দেওয়ালে মাথা ঠুকে দেয় ওই ছাত্রীর। প্রায় দিনই কান্নার আওয়াজ শোনা যেত। শুধু তাই নয় ছাত্রীর ঠাকুমার ওপরও শারীরিক নিগ্রহ করার অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা।

Comments :0

Login to leave a comment