QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 16 OCTOBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১৬ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  16 OCTOBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তর : ১৬ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১.  কবে পালন করা হয় ভূত চতুর্দশী?
২. কেন পালিত হয় ভূত চতুর্দশী?
৩. কেন ১৪ টি প্রদীপ জ্বেলে ভূত চতুর্দশী পালিত হয়?
৪. কেন ১৪ রকমের শাক খাওয়ার প্রথা চালু ভূত চতুর্দশীতে?
৫. কোন্ কোন্ শাক ভূত চতুর্দশীতে খাওয়ার বিধান?
৬. কালীপূজা ও দীপাবলি কেন পালিত হয়?

সমাধান

১.  কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালন করা হয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে ওইদিন পালিত হয় নরক চতুর্দশীরূপে। শস্ত্রাহতচতুর্দশীও বলা হয় দিনটিকে। কেউ কেউ 'হ্যালোইন'   বলে।
২. ভূতচতুর্দশী পালন করা হয় অশুভ শক্তির বিনাশের সংকল্পে। কথিত আছে, দৈত্যরাজ বলি সহস্র ভূত ও প্রেতাত্মাদের নিয়ে মর্ত্যে আসেন অশুভ শক্তি বিনাশে পূজা নিতে। অন্য মতে, দেবী কালী চামুণ্ডারূপে ভূত-প্রেতাত্মা সঙ্গে নিয়ে মর্ত্যে আসেন অশুভ শক্তি বিনাশে।ওইদিন দৈত্যরাজ বলি, চামুণ্ডাকালী, যমরাজ বা ধর্মরাজ প্রমুখের পূজা হয়।
৩. ১৪ টি প্রদীপ জ্বেলে ১৪ পুরুষকে শ্রদ্ধা জানানো হয়। ঠাকুরঘর,তুলসীতলা,অশত্থতলায়,সদর দরোজার দুই পাশে, শোবার ঘর, যেখানে জলের ব্যবস্থা থাকে
সেখানে প্রদীপ জ্বালিয়ে সৈন্ধক লবণ নিম পাতা কালো সরষে লবঙ্গ ও কর্পূর দিয়ে ধুনো দিতে হয়।
৪. ১৪ শাক খেলে শরীর শুদ্ধ তথা ভালো থাকে।ধর্মরাজ বা যমরাজ পূর্বপুরুষদের মুক্তি দেন।
৫. ১৪ শাক হলঃ  ওল,কেঁউ,বেতো,সরিষা, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, শাঞ্চে, হেলেঞ্চা,পলতা, শৌলক, গুলঞ্চ,ভাঁটপাত ও শুষণীশাক।
৬. কালীপূজার মাধ্যমে মঙ্গল কামনায় অশুভ শক্তির বিনাশ করা হয়। দীপাবলিতে প্রচুর পরিমাণে আলো জ্বালিয়ে অন্ধকার দূর করে শুভ শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

Comments :0

Login to leave a comment