Cloud Seeding Delhi

দূষণ কাটাতে দিল্লির আকাশে বিমান উড়িয়ে বোনা হলো মেঘ

জাতীয়

এই সেসনা বিমান থেকে হয়েছে ‘ক্লাউড সিডিং’।

সেসনা বিমানে মীরাট থেকে দিল্লির আকাশ ঘুরে ছড়ানো হলো মেঘের বীজ। দিওয়ালির পর বাতাসে তীব্র দূষণ মোকাবিলায় নেওয়া হলো এই রাস্তা। 
পরীক্ষামূলক মেঘ বোনার কাজ হয়েছে কানপুর আইআইটি’র বিজ্ঞানীদের তদারকিতে। তাঁরা জানিয়েছে, মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে।
পশ্চিম উত্তর প্রদেশের মীরাটের দিক থেকে ঢুকে খেকরা, বুরারি, উত্তর করোলবাগ, ময়ূর বিহারের আকাশে বিমান ‘ক্লাউড সিডিং’ করেছে। খেকরা থেকে বুরারি, আকাশপথে দূরত্ব প্রায় ২৫ নটিক্যাল মাইল।
কানপুর আইআইটি’র ডিরেক্টর মণীন্দ্র আগরওয়াল বলেছেন, বাতাসের গুণমান বজায় রাখতে কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টি আনার প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। পরিবেশ বদলের প্রযুক্তি ব্যবহারের কাজ সফলভাবেই হয়েছে। দু’টি বিমানে ‘ক্লাউড সিডিং’ করার কথা ছিল। এ পর্যন্ত কাজ ঠিকভাবেই হয়েছে। তবে বৃষ্টি হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। 
পরিবেশের স্বাভাবিক নিয়মে বাতাসে ভেসে থাকা ধুলোর কণা ধুয়ে দেয় বৃষ্টি। দিল্লিতে দিওয়ালির পর দমবন্ধ করা পরিস্থিতি। বৃষ্টি হলে ধুলোকণা ধুয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আপাতত তেমন পূর্বাভাস নেই। সে কারণে ‘ক্লাউড সিডিং’ প্রযুক্তি পরীক্ষা করে দেখার ভাবনা, জানাচ্ছেন বিজ্ঞানীরা।

Comments :0

Login to leave a comment