টসে জিতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ভারত ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৫১ রান। খেলছেন স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল।
আইসিসি মহিলা বিশ্বকাপে বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।
এই ম্যাচে ভারত অমনজোত কৌরের বদলে দলে রেখেছে জেমিমা রডরিগজকে।
এর আগে পরপর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কাছে ভারত হেরেছে। ওই তিন দল সেমিফাইনালে উঠে গিয়েছে।
এই ম্যাচে ভারত না জিতলে সেমিফাইনালের জন্য অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস আকাদেমিতে হচ্ছে ম্যাচ।
India vs New Zealand
মরণ-বাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে ভারত

×
Comments :0