QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 30 OCTOBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ৩০ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  30 OCTOBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তর : ৩০ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১.  ২০২৫ সালে ইরানি ট্রফি জিতল কোন্  দল?
২. বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে ভারত কতগুলো পদক জয়ী?
৩. জ্যোতির্পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা মোট কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত  হয়েও পুরস্কার পাননি?
৪. মার্কসবাদী গেরিলা বিপ্লবী ডাঃ চে গুয়েভারা সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. সংগ্ৰামের কবি সমর সেন সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬. বিশ্বের প্রথম উপন্যাস কোনটি?

জিজ্ঞাসা

১.  ইরানি ট্রফির দুই প্রতিদ্বন্দ্বী রণজি ট্রফি জয়ী দল বনাম অবশিষ্ট ভারতীয় ক্রিকেট দল। এবার নিয়ে পরপর তিনবার এই ট্রফি জেতে রণজি ট্রফি জয়ী
বিদর্ভ ক্রিকেট দল, এবার ৯৩ রানে।
২. বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে ভারত ৬টি সোনা ৯ টি রুপো ও ৭ টি ব্রোঞ্জ, মোট ২২টি পদক পেয়ে দশম স্থান অধিকার করে।
৩. বিশিষ্ট তাত্ত্বিক ও জ্যোতির্পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা ( জন্ম ০৬/১০/১৮৯৩) মোট ছয়বার __১৯৩০,১৯৩৭,১৯৩৯,
১৯৪০,১৯৫১ ও ১৯৫৫ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি।
৪. আর্জেন্টিনার মার্কসবাদী বিপ্লবী, চিকিৎসক,লেখক, গেরিলা যোদ্ধা, কূটনৈতিক, ফিদেল কাস্ত্রো-র সাথে সফল কিউবা বিপ্লবী, কঙ্গো ও বলিভিয়া বিপ্লবী চে আর্নেস্তো গুয়েভারা বলিভিয়ার লা হিগুয়েরাতে ০৯/১০/৬৭ নিহত হন।
৫. প্রাগ্ৰসর ও সংগ্ৰামের কবি (৫টি কাব্যগ্রন্থ ও ১টি আত্মজৈবনিক গ্ৰন্থ প্রণেতা) সমর সেন (জন্ম ১০/১০/১৯১৬, কলিঃবিশ্বঃ থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম )রুশ সাহিত্যের বিশিষ্ট অনুবাদক, স্টেটসম্যান ও হিন্দুস্থান স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক এবং 'নাও',  'কবিতা ' ও  'ফ্রন্টিয়ার' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
৬. প্রায় ১০০০ বছর আগে জাপানি  সম্রাট হিকারু গেঞ্জির জীবন ও রোমাঞ্চ নিয়ে জাপানি ভাষায় মুরাসাকি শিকাবু রচিত ' দ্য টেল অফ গেঞ্জি ' বিশ্বের প্রথম উপন্যাস।

Comments :0

Login to leave a comment