Bihar Assembly Elections 2025

১৩৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো আরজেডি

জাতীয়

বিহারের ১৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করলো আরজেডি। এদিন দলের পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মাধেপুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন চন্দ্র শেহখর, মোকামা থেকে লড়বেন বীণা দেবী,ঝাঝা থেকে লড়বেন উদয় নারায়ণ চৌধুরী।
পাটনা জেলার মোকামা আসনের জন্য বীণা দেবীকে প্রার্থী করেছে আরজেডি। মোকামায় তিনি এনডিএ প্রার্থী অনন্ত সিংয়ের মুখোমুখি হবেন। পাটনার দানাপুর আসন থেকে রিতলাল যাদব, বখতিয়ারপুর থেকে অনিরুদ্ধ যাদব, বাঁকিপুর থেকে রেখা গুপ্তা এবং মাসৌড়ি থেকে রেখা পাসওয়ানকে প্রার্থী করা হয়েছে। পরিহার বিধানসভা আসনে ডঃ স্মিতা পূর্বকে প্রার্থী করা হয়েছে।  সীতামারহি বিধানসভা কেন্দ্র থেকে সুনীল কুমার কুশওয়াহা এবং সুরসন্দ বিধানসভা কেন্দ্র থেকে আবু দোজানাকে পুনরায় প্রার্থী করা হয়েছে।
আগামী ৬ এবং ১১ নভেম্বর ভোট হবে বিহারে । ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। এনডিএ ফের ক্ষমতায় এলে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন কি না সেই জল্পনা রয়েছে। 
তবে বিহার বিধানসভা নির্বাচন কোন ভাবেই সহজ নয় বিজেপির কাছে। ইন্ডিয়ার কঠিন চ্যালেজ্ঞের মুখে পড়তে হয়েছে তাদের। এসআইআর বিষয় নিয়ে এনডিএকে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া। বিহারের সব আসনেই ঘোষণা হয়ে গিয়েছে ইন্ডিয়ার প্রার্থীদের নাম।

Comments :0

Login to leave a comment