তিলোত্তমা ধর্ষণ-হত্যা মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে সিবিআই-এর ব্যর্থতা এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি না দেওয়ার বিরুদ্ধে ময়নাগুড়িতে সিপিআই(এম)’র ডাকে রবিবার বিকেলে মিছিল ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। ময়নাগুড়ি পার্টি দপ্তর থেকে মিছিলটি বের হয়ে শহর পরিক্রমা করে ময়নাগুড়ি পার্টি দপ্তরে গিয়ে শেষ হয়।
‘তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না’, লেখা প্ল্যাকার্ড পোস্টার হাতে মিছিলে পা মিলান ছাত্র যুব মহিলা পার্টিকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হরিহর রায় বাসুনিয়া, জেলার নেতা জ্যোতি প্রকাশ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
MAYNAGURI RALLY CPIM
‘সেটিং’-এ ধিক্কার জানিয়ে মিছিল ময়নাগুড়িতে
×
Comments :0