শুক্রবার রাজাবাজার এলাকার একটি ম্যানহোল থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে ম্যানহোলটি পরিষ্কার করতে নামেন এলাকার পৌরকর্মীরা। তারাই মৃতদেহটিকে উদ্ধার করেন। যদিও এখনও অবধি দেহটি কার তা সনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, এলাকাবাসীর থেকে অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ কেশব চন্দ্র স্ট্রিটের ওই ম্যানহোলটি পরিষ্কার করতে যান পৌরকর্মীরা। ম্যানহোলের ঢাকনা খুলতেই পচাগলা দেহটি উদ্ধার করেন তাঁরা। তারপরই পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ এসে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার কোনও পরিচয় এখনও অবধি পাওয়া যায়নি। আশেপাশের বিভিন্ন এলাকার থানাগুলিতে জমা হওয়া নিখোঁজ অভিযোগগুলি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দেহটি প্রায় কঙ্কালসার অবস্থায় পাওয়া যাওয়ায় কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয় তাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে লেদার কমপ্লেক্সের কাছের একটি ম্যানহোল থেকেও ৩জন সাফাইকর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তার কিছু আগে কুদঘাট এলাকাতেও এমন একটি ঘটনা ঘটে।
Body recovered
রাজাবাজার এলাকার ম্যানহোল থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার
×
Comments :0