RUSSIA UKRAINE

আমেরিকার পাঠানো অত্যাধুনিক ৮ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

আমেরিকায় তৈরি ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি জানালো রাশিয়া। মস্কো বলেছে, ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি ইউক্রেনকে দিয়েছে আমেরিকা। আসলে আমেরিকার নেতৃত্বাধীন জোট ‘ন্যাটো’ সংঘাতের মাত্রা বড়াতে চাইছে। 
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আমেরিকার পাঠানো এই ৮টি ক্ষেপণাস্ত্রই কেবল ধ্বংস করা হয়নি। ৭২টি অত্যাধুনিক ড্রোনও ধ্বংস করা হয়েছে। 
প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করা হয়েছে লেনিনগ্রাদে। একটি ধ্বংস করা হয়েছে কুর্স্কে। 
দায়িত্ব ছাড়ার আগে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ভুখণ্ডের গভীরে আঘাত করতে সক্ষম এই এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন। 
এদিন রাশিয়ার হুঁশিয়ারির সুরে বলেছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বদলা নিতে পালটা আঘাত হবে ইউক্রেনে। 

Comments :0

Login to leave a comment