Stray Dog SC

পথ কুকুর সংক্রান্ত রায় বদলালো সুপ্রিম কোর্ট

জাতীয়

পথ কুকুর সংক্রান্ত রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত বলেছে পথ কুকুরদের তুলে ভ্যাকসিন দিয়ে প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা করে ফের নিজের বাসস্থানে ফিরিয়ে দিতে হবে। 
বিচারপতি সন্দীপ মেহতা, বিক্রম নাথ এবং এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ বলেছে যেসব কুকুর রাবিস আক্রান্ত বা গুরুতর অসুস্থতা আছে তাদের নির্দিষ্ট কেন্দ্রেই কে রাখতে হবে। 
গত ৮ আগস্ট বিচারপতি পরদিয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লি এবং সংলগ্ন এলাকার সমস্ত বসতি থেকে পথ কুকুর সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কেবল দিল্লি নয় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অংশে সেই নির্দেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। 
আবেদনকারীরা আদালতে জানিয়েছিলেন যে অসুস্থ পথ কুকুরের কামড়ে বহু মানুষ মারা যাচ্ছেন। যথাযথ পরিচর্যার অভাবে অনেকেই অসুস্থ হচ্ছেন। 
বিতর্কের আবহে ভারসাম্য তৈরির চেষ্টায় সুপ্রিম কোর্ট এদিন বলেছে যে কেবল দিল্লিই নয় সারাদেশে পথ কুকুর সংক্রান্ত একটি নীতির রূপরেখা তৈরি করবে। তবে মামলার পুরো শুনানি বিশদে হওয়ার পরে সে কাজ হবে।

Comments :0

Login to leave a comment