SC temporary hiring

স্থায়ী কাজ স্থায়ী নিয়োগ সরকারের দায়িত্ব, বলল সুপ্রিম কোর্ট

জাতীয়

স্থায়ী কাজে স্থায়ী নিয়োগই করতে হবে সরকারকে। বাজেটের সমস্যা দেখিয়ে এই দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। ফের এমনই রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বলেছে, সরকার বাজারের আর পাঁচটি নিয়োগ সংস্থার মতো নয়। সরকার সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান। নিয়মিত কাজের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে সরকারকে। 
স্থায়ী কাজে স্থায়ী নিয়োগের দাবি বারবার তুলেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। বামপন্থী রাজনৈতিক দলগুলিও এই দাবিতে বারবার সরব হয়েছে।
উত্তর প্রদেশের শিক্ষা নিয়োগ কমিশন সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই মামলায় পর্যবেক্ষণ জানাতে গিয়ে সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও তাদের বক্তব্য শুনিয়েছে। 
বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ বলেছে, যারা প্রতিদিন নিয়মিত কর্মীর দায়িত্ব পালন করে চলেছেন তাদের প্রাপ্য না দিয়ে বাজেট ঘাটতি মেটাতে পারে না সরকার। মনে রাখতে হবে সরকার বাজারের আর পাঁচটি নিয়োগকর্তার মতো নয়। সরকার সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান। তা না হলে জনপ্রশাসন সম্পর্কে ধারণা ক্ষয়প্রাপ্ত হবে। সমান সুরক্ষার ধারণাও ধাক্কা খাবে। 
দুই বিচারপতির বেঞ্চ আরো বলেছে, এটা ঠিকই যে বাজেটের সীমাবদ্ধতা আছে। কিন্তু সেই যুক্তিতে নিয়োগের স্বচ্ছতা এবং দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারে না। গত মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানির সময় এই পর্যবেক্ষণ দেন বিচারপতিরা।
উল্লেখ্য, অতীতেও সম কাজে সম বেতনের রায় শুনিয়েছিল সুপ্রিম কোর্ট।

Comments :0

Login to leave a comment