কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষকে কেন্দ্র করে রবিবার, ছাত্র-যুব উৎসবের আয়োজন করে ডিওয়াইএফআই যাদবপুর-১ আঞ্চলিক কমিটি এবং এসএফআই যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটি।
যাদবপুর-১ এরিয়া কমিটির অন্তর্গত ৯৬ নং ওয়ার্ডে, বিজয়গড় ১০ নং পুকুরপাড়ে এই কর্মসূচি আয়োজিত হয়। মূলত তিনটি বিষয়ের উপর ফোকাস করেন বাম ছাত্র-যুবরা। জমজমাট ক্যারম প্রতিযোগিতার সঙ্গেই তারা আয়োজন করেন ফটোগ্রাফি প্রতিযোগিতার।
অন্যদিকে, একটি বিনামূল্যে কাউন্সেলিং পরিষেবারও উদ্যোগ নেন তারা। যার নাম দেওয়া হয় “মনের কথা খুলে বলুন।” অনেকেই এসে যোগাযোগ করেন এই ক্যাম্পে। ফটোগ্রাফি প্রতিযোগিতায় মোট ২৮ জন প্রতিযোগী অংশ নেন। জমা পড়ে প্রায় ৬৩টি ছবি। সেই ছবিগুলির মধ্যে থেকে বিচারকরা তিনটি ছবিকে সেরা হিসেবে বেছে নেন। অন্যদিকে, ক্যারামে মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিটি ম্যাচই হয় ডবলসে।
ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয় ছিল 'শ্রমজীবী কলকাতা', 'চলতে ফিরতে তরুণ প্রজন্ম' এবং 'প্রকৃতি যখন বন্ধু'।
এলাকার বহু ছাত্র-যুব বয়সী বন্ধু রবিবারের এই কর্মসূচিতে যোগ দেন। তাছাড়া এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন একাধিক ছাত্র-যুব নেতৃত্ব, কর্মী এবং গণ-আন্দোলনের নেতৃবৃন্দ।
অন্যদিকে, ডিওয়াইএফআই যাদবপুর-২ আঞ্চলিক কমিটি এবং এসএফআই যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটির উদ্যোগে, যাদবপুর-২ এরিয়া কমিটির অন্তর্গত ৯৯ নং ওয়ার্ডে, শচীমাতা ভবনে আয়োজন করা হয় একটি ক্যুইজ প্রতিযোগিতার। সেখানে মোট ২০ জন প্রতিযোগী অংশ নেন।
Jadavpur SFI-DYFI
যাদবপুরে ছাত্র-যুব উৎসবে ক্যারম, ফটোগ্রাফি, মানসিক স্বাস্থ্য শিবিরও
যাদবপুরে ছাত্র-যুব উৎসবে ফটোগ্রাফি প্রতিযোগিতায় জয়ীরা।
×
Comments :0