সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তীর সমর্থনে বিশাল মিছিল করল এসএফআই। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা কমিটি এই মিছিলের ডাক দেয়।
সুজন চক্রবর্তী এবার দমদম কেন্দ্রে প্রার্থী সিপিআই(এম)’র। সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির এই সদস্য এসএফআই’র প্রাক্তন রাজ্য সম্পাদকও।
মিছিল শুরু হয় পানিহাটি ট্রাফিক মোড় থেকে শুরু হয় বেলঘড়িয়ায় উদ্দেশে। রথতলা মোড়ে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার পথ সুসজ্জিত। বর্ণাঢ্য মিছিল ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তী, পার্টির রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক এবং সভাপতি দীপ্তজিৎ দাস এবং আকাশ কর, বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জী, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ছিলেন ছাত্রছাত্রীরা। ছিলেন যুব অংশের বহু নাগরিক।
বেলঘড়িয়া রথতলায় মিছিলের শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
DUMDUM RALLY SFI
সুজন চক্রবর্তীর সমর্থনে ছাত্রদের বিশাল মিছিল
×
Comments :0