বৃহস্পতিবার জলপাইগুড়ি আসাম মোড়ে এসএফআই’র উদ্যোগে ইনকিলাবি বুকস্টল। সুচনা করলেন সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম ঘোস। ছিলেন যুব নেতা সুরজ দাস, ছাত্রনেতা অর্ণব সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, প্রাক্তন ছাত্রনেতা প্রভাকর সরকার তমাল চক্রবর্তী, প্রবীর দাশগুপ্ত, এসএফআই সদর ২ লোকাল কমিটির সম্পাদক জয়দেব রায়। সভাপতি শান্তনু বিশ্বাস জানান বড়দিনের উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের বিভেদের রাজনীতির বিরুদ্ধে মার্কসবাদী দর্শনকে সামনে রেখে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রুখতে মাক্সিও দর্শনকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার বার্তা দিতেই ইনক্লাবি বুক স্টলের আয়োজন করা হয়েছে। উপস্থিত সকল নেতৃত্ব ও প্রাক্তনীদের হাতে ভারতের ছাত্র ফেডারেশন সদর দুই আঞ্চলিক কমিটির উদ্যোগে মার্কসীয় বই তুলে দেওয়া হয়।
ছাত্র-যুব নেতৃত্ব বলেন, উৎসবের মেজাজকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে বইয়ের একাত্মতা তৈরির প্রয়াস বহুদিন ধরেই চলে আসছে। তারই অন্যতম মাধ্যম হল এই বুকস্টল। শারদোৎসব-দীপাবলির সময়ে বা বিভিন্ন উৎসবেই এরকম বহু স্টলের আয়োজন হয়। বড়দিনের উপলক্ষ্যে বুকস্টলে ব্যাপক সাড়া মিলছে।
SFI BOOKSTALL
এসএফআই’র উদ্যোগে ইনকিলাবি বুকস্টলের সূচনা জলপাইগুড়িতে
×
Comments :0