গল্প — নতুনপাতা
সহযাত্রী
সৌরীশ মিশ্র
গলি থেকে বেড়িয়ে রাস্তার মোড়টায় এসে দাঁড়ানো মাত্রই তন্ময় দেখতে পেল একটা অটো আসছে। লাকটা দেখছি বেশ ভালোই আজ আমার। - মনে মনে কথাকটা নিজেকেই নিজে বলল তন্ময়। আসলে এই রাস্তায় বাস চলাচল করে না। যাতায়াতের জন্য শুধু অটোই ভরসা। আর সন্ধ্যে একটু বেশি হলেই সেগুলোর মধ্যে হাতেগোনা কটারই দেখা মেলে। বাকি গুলো কোথায় যেন উবে যায় ঠিক কর্পূরের মতোন! আর এখন প্রায় রাত আটটা বাজতে যায়। তাই রাস্তার মোড়টায় এসে দাঁড়াতেই অটোটাকে আসতে দেখে উৎফুল্লই হয়ে ওঠে তন্ময়। অটোটা দাঁড় করাতে হাত দেখায় সে।
টিউশন পড়ে বাড়ি ফিরছে তন্ময়। প্রতি বুধবার সন্ধ্যেবেলা ইংলিশ পড়তে আসে বিধানস্যারের বাড়ি সে। এমনিতে সাড়ে সাতটার মধ্যেই পড়ানো হয়ে যায় অন্যদিন বিধানস্যারের। তবে আজ একটু বেশি সময় ধরেই পড়িয়েছেন তিনি তন্ময়ের ব্যাচের ছাত্র-ছাত্রীদের।
তন্ময় ক্লাস এইটের স্টুডেন্ট। পড়াশোনায় যথেষ্ট সিরিয়াস সে। প্রতি বছরই নতুন ক্লাসে ওঠে সে বেশ ভালো রেজ়াল্ট করে।
যাই হোক। গল্পে ফিরি আবার।
অটোটা তন্ময়ের সামনে এসে দাঁড়াল। তন্ময় দেখল, অটোচালকের পিছনের সিটে দুই ভদ্রমহিলা বসে।
"কোথায় যাবে?" তন্ময়কে জিজ্ঞেস করে অটোচালক।
"এ জি প্রেস।" বলে তন্ময়।
"বসো।"
তন্ময় কাঁধে ঝোলানো ওর স্কুল-ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে হাতে নিয়ে অটোতে উঠে বসে। তারপর, ব্যাগটা ওর কোলের উপর রাখে সে। অটোচালকও অটো স্টার্ট দেয় সাথে-সাথে।
একটু এগিয়েছে অটো সবে। এক বৃদ্ধা হাত দেখিয়ে অটোটা থামালেন। অটোটা বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেন অটোচালককে, "অশোকনগর যাবে তো ভাই?"
"সে তো যাব মাসিমা, কিন্তু আপনি সামনে বসতে পারবেন কি?"
বৃদ্ধা উত্তরে কিছু বলার আগেই বলে ওঠে তন্ময়, "ওনার সামনে বসার দরকার নেই। উনি আমার সিটে বসুন। আমি সামনে বসছি।" আর কথাগুলো বলতে বলতেই সে নেমে পড়ে অটো থেকে। তারপর বৃদ্ধার দিকে তাকিয়ে বলে, "আপনি বসুন দিদা পিছনে।"
"বাঁচালে বাবা। সত্যিই আমি সামনে বসতে পারতাম না। আর এই অটোটা ছাড়লে কখন আবার যে অটো পেতাম কে জানে! সেই কখন থেকে ওয়েট করছি জানো অটোর! তা, তুমি দাদুভাই বসতে পারবে তো সামনে, কোনো অসুবিধা হবে না তো?"
"না, না, দিদা। কোনো অসুবিধা হবে না। আমার অভ্যাস আছে। আপনি বসুন।" ঠোঁটের কোণে একটু হেসে বলে তন্ময়।
"বেঁচে থাকো দাদুভাই, বেঁচে থাকো।" তন্ময়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে অটোর পিছনের সিটে উঠে বসেন বৃদ্ধা।
তন্ময়ও অটোচালকের পাশে গিয়ে বসে।
"দাদুভাই, ধরে বোসো ভালো করে।" পিছন থেকে বলে ওঠেন বৃদ্ধা।
"হ্যাঁ দিদা, ধরে বসেছি।" ঘাড় ঘুরিয়ে পিছনে বৃদ্ধার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হেসে বলে তন্ময়।
আর ঠিক তখুনি, অটোটা ফের চলতে শুরু করে।
মন্তব্যসমূহ :0