জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ দিল্লির রাম মনোহর হাসপাতালে প্রয়াত হন তিনি।
জম্মু ও কাশ্মীরে ২০১৮’র আগস্ট থেকে ২০১৯’র অক্টোবর পর্যন্ত রাজ্যপাল ছিলেন তিনি। তাঁর মেয়াদেই, ২০১৯’র ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয় কেন্দ্রের বিজেপি সরকার।
পরে গোয়া ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন মালিক। তবে পুলওয়ামায় বিস্ফোরণ ঘিরে তাঁর মন্তব্যেই বিতর্কের ঝড় ওঠে। সে সময়ে কেন্দ্রীয় শাসনে ছিল জম্মু ও কাশ্মীর। পুলওয়ামায় বিস্ফোরণে আধাসেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দায়ী করেছিলেন মালিক। জম্মু ও কাশ্মীরে দু’টি প্রকল্পের দুর্নীতির শঙ্কাও জানিয়েছিলেন। তা নিয়ে তদন্তে সিবিআই’র চার্জশিটে মালিককের নাম ঢোকানো হয়। কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তর থেকে মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগও ওঠে রাজনৈতিক স্তরে।
সম্প্রতি, পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতিকে দায়ী করেন মালিক।
Satyapal Malik Died
জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত

×
Comments :0