Second Hooghly Bridge

ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি

কলকাতা

 রক্ষনাবেক্ষনের কাজে আবারো বন্ধ থাকছে বিদ্যাসার সেতু। ১৬ নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে কলকাতা- হাওড়া সংযোগকারী এই অন্যতম ব্যস্ত এই সেতু। ফলে যানচ্লাচলের চাপ বাড়বে। সেই চাপ কমাতে আগেথেকেই বিকল্প রাস্তার নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।

লালবাজার ট্রাফিক গার্ড সূত্রে খবর, রক্ষনাবেক্ষনের গুরুত্বপূর্ণ কাজের জন্য রবিবার ভোর ৫ টা  থেকে রাত ৯ তা পর্যন্ত বন্ধ থাকছে সেতু। যদিও রবিবার পাশাপাশি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হলেও যানজটের আশংকাকে থেকেই যাচ্ছে। তাই হেস্টিংস,স্ট্যান্ড রোড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা থাকবে সারাদিনই। 
এজিসি বোস রোড হয়ে সেতু তে ওঠা গাড়িগুলিকে গ্রেড রোড- হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর - সিজিআর রোড হয়ে সেতুতে ওঠা গাড়িগুলিকেও সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে। যানজট এড়াতেই বিদ্যাসাগর সেতু উপর নির্ভরশীল মানুষদের হাওড়া ব্রিজ  ও নিবেদিতা সেতু ব্যবহার করার পরামর্শ।

Comments :0

Login to leave a comment