SFI Kolkata

ছাত্র-নিগ্রহের ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ এসএফআইয়ের

কলকাতা

কারমাইকেল হোস্টেল আবাসিকের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই কলকাতা জেলা কমিটি। কলেজ স্ট্রিট মোড়ও অবরোধ করেন তারা।
এসএফআইয়ের কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখার্জি এদিন বলেন, 'এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে। প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এই ঘটনার বিরুদ্ধে। যদি তারা উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে আন্দোলন তীব্র হবে।'
উল্লেখ্য এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে মুচি পাড়া থানার পুলিশ। তিনজনই ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment