এজবাস্টনের মাটিতে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ফের একবার শতরানের গণ্ডি পার করলেন শুভমন গিল। এই নিয়ে টেস্টে তার অষ্টম শতরান হয়ে গেল। টি ব্রেকের শেষে ভারতের স্কোর ৩০৪ রানে ৫ উইকেট। বর্তমানে ক্রিজে রয়েছেন গিল ( ১০০ রান) ও জাদেজা ( ২৫ রান ) । অষ্টম শতরানের সঙ্গে সঙ্গে গিল ভাঙলেন বিরাটের রেকর্ড। ২০১৪/১৫ তে টেস্টে অধিনায়ক হিসেব অভিষেকের ম্যাচে ৪ ইনিংসে মোট ৪৪৯ রান করেছিলেন বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এইবার এই রেকর্ড ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে গিল আপাতত করেছেন মোট ৫০০ রান। তবে এই রান অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য গিলের। বর্তমানে ৪৮৪ রানে এগিয়ে রয়েছে ভারত।
India vs England Test Series
অষ্টম শতরান গিলের

×
Comments :0