জাতিসংঘের শীর্ষ আদালতে প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে ইজরায়েলের 'গণহত্যার' অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ‘‘ইজরায়েলের কর্মকান্ড [...] চরিত্রগতভাবে গণহত্যাকারীর’’।
এতে ইজরায়েলের বিরুদ্ধে 'বৃহত্তর প্যালেস্তিনীয় জাতীয়, জাতিগত গোষ্ঠীর অংশ হিসেবে গাজায় প্যালেস্তিনীয়দের ধ্বংস করার' অভিপ্রায় নিয়ে কাজ করার অভিযোগ আনা হয়।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, 'বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েল গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে এবং গণহত্যার প্রত্যক্ষ ও প্রকাশ্য উস্কানির বিচার করতে ব্যর্থ হয়েছে।
ডিপার্টমেন্ট আইসিজেকে ‘‘জরুরী ভিত্তিতে ঘোষণা করার আহ্বান জানিয়েছে যে ইজরায়েল জেনোসাইড কনভেনশন অনুসারে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে, অবিলম্বে এই বাধ্যবাধকতা লঙ্ঘন করে সমস্ত কাজ এবং ব্যবস্থা বন্ধ করা উচিত এবং এই সম্পর্কিত বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত।
Israel-Palestine conflict
ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দক্ষিণ আফ্রিকার
×
Comments :0