জল থেকে চলাচল সব বন্ধ ,তৃনমূল নেতার নিদানে এখন বেঁচে থাকাই দুষ্কর! জায়গার দখল নিয়ে বিবাদ, তৃনমুল নেতার নিদানে সামাজিক বয়কট গ্রামের এক পরিবারকে। সাহায্যের আশায় দীর্ঘ প্রায় ৩ বছর প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন খানাকুলের বন্দাইপুরের নির্যাতিত পরিবার।
মধ্যযুগীয় এই বর্বরতা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে মহকুমা জুড়ে। জানা গেছে, হুগলির খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের বন্দাইপুরের বাসিন্দা রঞ্জিত মন্ডলের সাথে গ্রামের মাতব্বরদের একটি জায়গার দখল করাকে কেন্দ্র করে ৩বছর আগে সমস্যা তৈরি হয়। যা নিয়ে রঞ্জিত ও তাঁর পরিবার আদালতের দ্বারস্থ হন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। কিন্তু প্রশাসনের দ্বারস্থ হওয়ার অভিযোগের পরে এলাকার তৃনমুল নেতা তথা খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি অশোক কোলে ও তাঁর দলবল রঞ্জিত ও তাঁর পরিবারকে গ্রামে সামাজিক বয়কট করতে হবে বলে নিদান দেন বলে অভিযোগ। তাঁদের দাবী, তারপর থেকেই গ্রামে তাদের জন্য বন্ধ সমস্ত পরিষেবা। বন্ধ মুদিখানা,দোকানপাট। গ্রামের মধ্যে থাকা তাদের জমিতে চাষাবাদ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি কল থেকে পানীয়জল সংগ্রহ করার উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এমনকি গ্রামের মানুষ রঞ্জিতের পরিবারের সাথে কথা বার্তা বললে তাঁকেও দশ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে গ্রামের মাতব্বরদের সাথে নিয়ে নিদান জারি করেছেন ওই তৃনমুল নেতা। তৃণমূল নেতার ভয়ংকর এই নিদানে ভয়ে তটস্থ এই পরিবারের লোকজন। শুধু তাই নয়, গ্রামে বাস করাটাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে এই পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য বছরের পর বছর প্রশাসনের দরজায় দরজায় ঘুরে, অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি বলে দাবী রঞ্জিতের পরিবারের। এই অবস্থায় হৃদরোগী বৃদ্ধ বাবা, মা ও বউদি এবং তাঁর ৭ বছরের কন্যাকে নিয়ে চরম আতঙ্ক ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন রঞ্জিত।
Comments :0