বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলো লিভারপুল , বার্সিলোনা ও বায়ার্ন মিউনিখ। পিএসজির বিরুদ্ধে এলিয়টের করা গোলে হয় এল মহম্মদ সালাহদের। ডি মারিয়ার বেনফিকার বিরুদ্ধে রাফিনহার করা গোলে জয় পেল বার্সিলোনা। জার্মান মেগা ম্যাচে লেভারকুরসেনকে ৩-০ গোলে দুরমুশ করল বায়ার্ন মিউনিখ। আগামী ১১মার্চ বেনফিকার বিরুদ্ধে হোম ম্যাচে নামবে বার্সিলোনা। ১২মার্চ নিজেদের হোম ম্যাচ খেলবে বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ইন্টার মিলান।
UEFA CHAMPIONS LEAGUE
চ্যাম্পিয়ন্স লিগে জয় লিভারপুল , বার্সা ও বায়ার্নের

×
Comments :0