UEFA Financially Penalised Some Big Clubs

উয়েফার আর্থিক জরিমানার সামনে চেলসি , বার্সিলোনা , এস্টন ভিলার মতো ক্লাবগুলি

খেলা

উয়েফার ( ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন ) থেকে আর্থিক জরিমানার মুখে পড়েছে বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব। এই তালিকায় রয়েছে চেলসি , বার্সিলোনা ও এস্টন ভিলা। চেলসিকে প্রায় ৩১ মিলিয়ন ইউরো ( ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৫ কোটি ) , বার্সিলোনাকে প্রায় ১৫মিলিয়ন ইউরো ( ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০কোটি ) এবং এস্টন ভিলাকে ১১মিলিয়ন ইউরো (  ভারতীয় মুদ্রায় প্রায় ১১০ কোটি ) অর্থের জরিমানা দিতে হতে পারে। প্রায় চার বছরের মধ্যে দুটি ভাগে চেলসিকে এই অর্থ দিতে হবে। নয়তো এই অর্থের সঙ্গে যুক্ত হবে আরো ৬০মিলিয়ন ইউরো। ১৫মিলিয়ন ইউরো বার্সিলোনা দুই বছরের মধ্যে দিতে না পারলে এই অর্থের সঙ্গে যুক্ত হবে আরো ৪৫মিলিয়ন ইউরো। ১১মিলিয়ন অর্থ ৩বছরের মেয়াদে না দিতে পারলে তার সঙ্গে যুক্ত হবে আরো ১৫মিলিয়ন ইউরো।

উয়েফার আর্থিক নীতিভঙ্গের কারণেই এই ক্লাবগুলিকে জরিমানা করা হয়েছে। নিয়মানুযায়ী প্রত্যেক মরশুমে ইউরোপের প্রত্যকটি ক্লাবই নিজের বার্ষিক আয়ের প্রায় ৮০ শতাংশ অর্থ তারা ব্যায় করতে পারে । আগামী মরশুম থেকে ৮০ র জায়গায় এই অর্থের পরিমাণ ৭০ শতাংশ করেছে উয়েফা। কিন্তু এই ক্লাবগুলি এই নিয়ম ভেঙ্গে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ অর্থ ব্যায় করেছে এই মরশুমে। ফলে এই ন্যায্য নিয়মভঙ্গের কারণেই শাস্তির মুখে পড়েছে এই ক্লাবগুলি।

Comments :0

Login to leave a comment