Pahalgam UNSC

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পহেলগাম নিয়ে আলোচনার সম্ভাবনা

আন্তর্জাতিক

পহেলগাম পরিস্থিতির পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ঘিরে আলোচনা হতে পারে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। 
পাকিস্তানের অনুরোধে নিরাপত্তা পরিষদে পহেলগাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সোমবার বৈঠক রয়েছে নিরাপত্তা পরিষদের। পাকিস্তান এখন ১৫ সদস্য দেশের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য। 
পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতের আগ্রাসী মনোভাব এবং পরপর বিবৃতিতে উত্তেজনা তৈরি হচ্ছে। বিবৃতিতে জানানো হয়েছে যে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ নিরাপত্তা পরিষদে বক্তব্য জানাবেন।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে রাষ্ট্রসঙ্ঘে সিন্ধু জলচুক্তি স্থগিত করার বিষয়টিও তোলা হবে। এই সিদ্ধান্ত দু’দেশের শান্তি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।

Comments :0

Login to leave a comment