এবার স্মার্টফোন, কম্পিউটার চিপের সঙ্গে অন্য একাধিক বৈদ্যুতিন সরঞ্জামের আমদানিতে ‘পালটা শুল্ক’ ছাড়ের পথে যাচ্ছে আমেরিকা। আমেরিকার আমদানি শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগের নতুন গাইডলাইন সেকথাই বলছে।
হুমকিতে কাজ হয়নি। পালটা শুল্ক বসিয়েছে বিভিন্ন দেশ। এবার একের পর এক ছাড়ের ঘোষণা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
এর আগে চীন ছাড়া বাকি প্রায় অন্য সব দেশের ওপর ‘অতিরিক্ত শুল্ক’ আপাতত বন্ধ রাখার ঘোষণা করতে হয়েছে ট্রাম্পকে। তা হলেও ১০ শতাংশ আমদানি শুল্ক যথেষ্ট চড়া বলেই মনে করছে বিশ্বের বহু দেশ। আমেরিকার নিজস্ব প্রয়োজন মেটানোর দায়ও রয়েছে। সব মিলিয়েই ফের ছাড়ের সিদ্ধান্ত বলে জানাচ্ছে বাণিজ্য বিশেষজ্ঞ মহল।
জানা গিয়েছে, আমেরিকার আমদানি শুল্ক বিভাগের নতুন গাইডলাইনে ছাড় থাকছে সেমি কন্ডাকটর, সোলার সেল, ফ্ল্যাট টিভি, মেমোরি কার্ডেও।
অন্য সব দেশকে ‘ছাড়’ দেওয়ার ঘোষণা করে চীনের ওপর মোট ১৪৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণা করএচিলেন ট্রাম্প। চীনও পালটা ব্যবস্থা নিয়ে নতুন করে ৮৪ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা থেকে আমদানিতে। তার মধ্যে রয়েছে কৃষি এবং খাদ্য পণ্য।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের চীন নীতিতে সমস্যায় পড়বে আমেরিকা কেন্দ্রীক আইফোন নির্মাতা ‘অ্যাপল’। এই তালিকায় আরও সংস্থা রয়েছে যারা চীন থেকেই তাদের সরঞ্জামের অনেকটাই তৈরি করে আমেরিকায় নিয়ে আসে। তাদের পণ্যের দাম বাড়বে আমেরিকার বাজারে।
USA Tariff
ফের পিছালেন ট্রাম্প, এবার ছাড় স্মার্টফোন, কম্পিউটার চিপে

×
Comments :0