Zakir Hussain

উস্তাদ জাকির হুসেন প্রয়াত

জাতীয়

কিংবদন্তী তবলাবাদক উস্তাদ জাকির হুসেন প্রয়াত। গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রানসিসকোর একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। 
রবিবার জাকির হুসেনের অসুস্থতার খবর জানান তাঁর বন্ধু শিল্পী রাকেশ চৌরাসিয়া।  
হুসেনের ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন যে ৭৩ বছরের এই শিল্পী প্রায় দু’সপ্তাহ ধরে ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যার কারণে।

Comments :0

Login to leave a comment