WTP 1000 event indian wells

বলবয়কে ভৎসনায় বিতর্কে ইগা সোয়াটেক

খেলা

WTP 1000 event indian wells

বলবয়কে ভৎসনায় এবার বিতর্কে জড়ালেন বর্তমানে টেনিসে বিশ্বের দ্বিতীয় সেরা প্লেয়ার ইগা সোয়াটেক । গত শনিবার ক্যার্লিফোনিয়ায় ডাব্লিইটিএ ১০০০ ইভেন্ট ( WTA ) ইন্ডিয়ান ওয়েলসের ম্যাচে সেমিফাইনালে মখোমুখি হয়েছিলেন ইগা সোয়াটেক ও মিরা আন্দ্রেভা। সেই ম্যাচে দেখা যায় ইগা এক বলবয়ের দিকে টেনিস ব্যাট দিয়ে বল ছুঁড়ে মারেন। যদিও বলটি তার গায়ে স্পর্শ করার আগেই স্ট্যান্ডে চলে যায়। তবে ইগার এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ম্যাচে মীরার কাছে পরাজিত হয়েছিলেন ইগা। সেটারই রাগ চরিতার্থ করেছেন কিনা সেই বলবয়ের উপর তা জানা নেই। তবে ম্যাচের পর মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে ক্ষমা চেয়ে নিয়ে তিনি লিখেছিলেন যে , তিনি তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছিলেন সেই বলবয়ের কাছে। ইগা খুবই অনুশোচনা বোধ করছেন এই ঘটনায়। 

Comments :0

Login to leave a comment